Monday, December 6, 2010

প্রথম আলো - সবচেয়ে ছোট হোটেলে মধুচন্দ্রিমা

প্রথম আলো - সবচেয়ে ছোট হোটেলে মধুচন্দ্রিমা


এটি ২৮২ বছরের পুরোনো একটি হোটেল। নবদম্পতিদের মধুচন্দ্রিমার জন্য সম্প্রতি একটি প্যাকেজ ঘোষণা করেছে হোটেল কর্তৃপক্ষ। এই হোটেলের বিশেষত্ব হচ্ছে, এটি এত ছোট যে, সেখানে একসঙ্গে দুজনের বেশি থাকা যায় না। বিশ্বের সবচেয়ে ‘ছোট’ বলে খ্যাত এই হোটেলে এক রাত কাটাতে খরচ হবে মাত্র ২৪০ ইউরো।
হোটেলটির নাম এহয়জেল (বিয়ের ঘর)। জার্মানির বেভারিয়ান শহরে এটি অবস্থিত। ১৭২৮ সালে নির্মিত এ হোটেলটি মাত্র আড়াই মিটার চওড়া। বেভারিয়ানের তখনকার স্থানীয় শাসক ঘোষণা দিয়েছিলেন সম্পত্তি (ঘরবাড়ি) ছাড়া কোনো দম্পতি বিয়ে করতে পারবে না। এরপর দরিদ্র দম্পতিদের সুবিধার জন্য এ হোটেলটি নির্মাণ করা হয়। এটি এতই ছোট যে, মাত্র এক দম্পতির জায়গা হবে এতে।
হোটেলের মালিকেরা দাবি করেছেন, এটিই বিশ্বের সবচেয়ে ছোট হোটেল। তাঁরা বলেন, হোটেলটি খুবই সাদামাটাভাবে তৈরি করা হয়েছিল। তখনকার রীতি অনুযায়ী নবদম্পতিরা এটি স্বল্প সময়ের জন্য কিনে নিতেন। সেখানে কিছুদিন কাটানোর পর এটি আবার আরেক নবদম্পতির কাছে বিক্রি করে দেওয়া হতো।
দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি হোটেলটি ফের চালু করা হয়েছে। যুগের দাবি মেনে এটি আধুনিকও করা হয়েছে। ওপরে বাড়িয়ে সাততলা করা হয়েছে। পাঁচ তারকা হোটেলের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে এতে। ফায়ারপ্লেস ও বিলাসবহুল স্নানাগারও রয়েছে সেখানে।
সম্প্রতি বারবারা ও হাইঞ্জ ভিলহেম নামের সত্তরোর্ধ্ব এক দম্পতি এই হোটেলে রাত কাটিয়েছেন। এই দম্পতি বলেন, ‘পৃথিবীর অনেক হোটেলে আমরা থেকেছি। সেসব হোটেলে আমাদের পাশাপাশি আরও অনেক অতিথি ছিলেন। কিন্তু এই হোটেলে আমরাই কেবল অতিথি।’
হোটেলটির আধুনিক সাজসজ্জার নকশা করেছেন মারিয়ান্না লস। তিনি বলেন, ‘হোটেলটিকে নতুন রূপে সাজানোর ক্ষেত্রে অনেক বাধা পেরোতে হয়েছে। নবদম্পতিদের মধুচন্দ্রিমার ক্ষেত্রে হোটেলে কিছুটা ছাড় দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment